পর্যায়-১ 5 Micron PP Sediment Filter: এই ধাপে ময়লা, মরিচা, বালি ইত্যাদি জাতীয় অংশ পানি থেকে আলাদা করা হয়।
পর্যায়-২ Granular Activated Carbon Filter (GAC): এই পর্যায়ে পানি থেকে ৯৯% ক্লোরিন ও জৈব রাসায়নিক পদার্থ বের হয়ে যায় যা পানিকে দুর্গন্ধ মুক্ত ও সুস্বাদু করে।
পর্যায়-৩ Block Activated Carbon Filter (CTO): এই পর্যায়ে পানিতে রয়ে যাওয়া ক্লোরিন, রাসায়নিক পদার্থ, পানিতে দ্রবীভূত সুক্ষ কণা যা শরীরের জন্য ক্ষতিকর তা দুর করে থাকে।