গৃহস্থলী খাবার পানির প্রয়োজন মেটানোর জন্য Reverse Osmosis (RO) পদ্ধতি একটি সুবিধাজনক প্রয়োজনীয় পদ্ধতি। সুস্থভাবে বেঁচে থাকার জন্যে বিশুদ্ধ পানির বিকল্প নেই। পানি বিশুদ্ধকরণের জন্য Reverse Osmosis (RO) পদ্ধতি হলো সর্বোত্তম পদ্ধতি।
Reverse Osmosis (RO) পদ্ধতিতে ৫-৮ পর্যায়ে পানি বিশুদ্ধ করণ করে থাকে। এটা নির্ভর করে পানি এবং গ্রাহকের চাহিদার উপর।
পর্যায়-১ 5 Micron PP Sediment Filter: এই ধাপে ময়লা, মরিচা, বালি ইত্যাদি জাতীয় অংশ পানি থেকে আলাদা করা হয়।
পর্যায়-২ Granular Activated Carbon Filter (GAC): এই পর্যায়ে পানি থেকে ৯৯% ক্লোরিন ও জৈব রাসায়নিক পদার্থ বের হয়ে যায় যা পানিকে দুর্গন্ধ মুক্ত ও সুস্বাদু করে।
পর্যায়-৩ Block Activated Carbon Filter (CTO): এই পর্যায়ে পানিতে রয়ে যাওয়া ক্লোরিন, রাসায়নিক পদার্থ, পানিতে দ্রবীভূত সুক্ষ কণা যা শরীরের জন্য ক্ষতিকর তা দুর করে থাকে।
পর্যায়-৪ RO Membrane: এই পর্যায় একটি গুরুত্বপূর্ণ পর্যায় ও পানি বিশুদ্ধকরণ পদ্ধতির একটি প্রধান বৈশিষ্ট্য। এই পর্যায়ে ০.০০০১ মাইক্রনের দ্রবীভ‚ত কণা যেমন, ব্যাকটেরিয়া, ভাইরাস, ভারী বিষাক্ত ধাতু, লবণ, বিষাক্ত খনিজ কণা, দ্রবীভূত জীবনঘাতি ধাতু ও রাসায়নিক জীবাণু পানি থেকে বিতাড়িত করে পানিকে পানযোগ্য করে তোলে।
পর্যায়-৫ Post Carbon Filter: এই পর্যায়ে পানির দুর্গন্ধ দুর করে পানির স্বাদ নিয়ন্ত্রণ করে।
পর্যায়-৬ (প্রযোজ্য ক্ষেত্রে) Mineral Filter: এই পর্যায়ে বিশুদ্ধ করা পানিকে অধিকতর পরিশোধিত করার জন্য গরহবৎধষ ঋরষঃবৎ এর মাধ্যমে প্রয়োজনীয় খনিজ উপাদান পানিতে বৃদ্ধি করে যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।